ভোক্তা ছাড়াই মাধবপুরে ভোক্তা অধিকার দিবস পালিত

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

ভোক্তা ছাড়াই মাধবপুরে ভোক্তা অধিকার দিবস পালিত

ডায়ালসিলেট::মাধবপুরে ভোক্তা অধিকার দিবসের সভায় ছিলেন না কোন ভোক্তা। দায় সাড়া ভাবে দিবসটি পালিত হয়েছে । সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা- তুজ-জোহরা।
দুইজন সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী মিলে সভায় উপস্থিত ছিলেন সর্বমোট বারোজন। এমন দায় সাড়া ভাবে দিবসটি পালন করায় ভোক্তা অধিকার বিষয়ে উপজেলা প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাংবাদিক সহ সচেতন নাগরিক সমাজের অনেকেই।
তারা মনে করেন দিবসটি আরও গুরুত্ব দিয়ে সর্বস্তরের জনসাধারণ, ব্যাবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে পালন করলে ভোক্তা অধিকার বিষয়ে সরকারের উদ্দেশ্য সফল হতো।

0Shares