ডায়ালসিলেট::

যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে সিলেটেও। নতুন স্ট্রেইন শনাক্তের সংবাদ প্রকাশের পর থেকেই সিলেটজুড়ে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে। গত ২৪ ঘন্টায় সে শঙ্কা বাস্তবে রুপ নিয়েছে। এ সময়ের মধ্যে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্তর ৩৫ জন শনাক্ত হয়েছেন। যা নতুন বছরের সর্বেোচ্চ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা।

নতুন শনাক্তদের ২৯ জনই সিলেট জেলার বাসিন্দা। একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫১৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ৯৯৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫৯ জন, হবিগঞ্জে ২ হাজার ১২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৮ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৭৯ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৫ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৫ হাজার ৮১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৬৯৬ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫২৬ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৮২ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯০৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৩৬ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১২ জন।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *