ডায়ালসিলেট ডেস্ক ::

রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি ও কথা সাহিত্যিক ওয়াহিদ সারো বলেছেন, কবি মোঃ শামীম রেজার কবিতার মূখ্য বিষয় মাটি ও মানুষ। তার কবিতায় দেহ তাত্ত্বিকতার সাথে মনস্তাত্ত্বিক সম্পর্ক ঘটেছে। একজন ডাক্তার তার প্রচন্ড ব্যস্ততা স্বত্ত্বেও আমাদের সাহিত্যাঙ্গনকে উপহার দিয়েছেন চমৎকার অলঙ্করণ ও চিত্রকল্পের কবিতা।

ছোট কাগজ বুনন থেকে প্রকাশিত ডা. শামীম রেজার কবিতা বই মানব বদন পাঠ উন্মোচনে অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় একাত্তর অফসেট প্রেসের অফিসে বুনন সম্পাদক ও প্রকাশক কবি খালেদ-উদ-দীন এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মহাশিং সম্পাদক কবি জাকির মোহাম্মদ, বইকথা সম্পাদক অধ্যাপক শামসুল কিবরিয়া ও সাংবাদিক ইফতেখার শামীম প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *