স্পোর্টস ডেস্ক::বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এখন অবস্থান করছেন সুদূর নিউজিল্যান্ডে। ২০শে মার্চ ব্ল্যাকক্যাপদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবেন। গতকাল তারা সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু ডানেডিনে পৌঁছেছেন। সেখান থেকেই বঙ্গবন্ধুর জন্মদিনে তামিম মহান নেতাকে স্মরণ করেন বিনম্র শ্রদ্ধায়। এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে বিশ্বে মাথা উঁচু করবে। তাই আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য রইলো আমাদের তরফ থেকে শুভ কামনা।’
নিজের ফেসবুক পেজেও বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন তামিম। তিনি লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

জাতির জনকের ত্যাগ হোক নতুন প্রজন্মের অনুপ্রেরণা।’
গেল ২৪শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনে শুরু করে দলগত অনুশীলন। সেখানে পাঁচ দিন কাটিয়ে এবার মূল মিশনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। সফরে ওয়ানডে ছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্ব তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
সদ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জাতির জনকের ছবি পোস্ট করে সাকিব আল হাসান লিখেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। দেশের জন্য নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *