বিনোদন ডেস্ক ::

গুরুতর অসুস্থ সাড়া জাগানো বাংলা চলচ্চিত্র ‘দেবদাস’-এর প্রযোজক কামরুল হাসান খান। তাকে রাজধানীর স্কয়ার হসপিটালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ভাতিজা শিশির।

বুধবার রাতে শিশির বলেন, আঙ্কেলের অবস্থা খুব একটা ভালো নয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা এই দেশবরেণ্য চলচ্চিত্র প্রযোজকের এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন সিনেমা ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাড়া জাগানো উপন্যাস ‘দেবদাস’ নিয়ে ভারত ও বাংলাদেশে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে বাংলাদেশে প্রথমবারের মতো ‘দেবদাস’ উপন্যাসকে রুপালি পর্দায় নিয়ে আসেন চাষী নজরুল ইসলাম। বুলবুল আহমেদ ও কবরী অভিনীত ১৯৮২ সালে মুক্তি পাওয়া সেই চলচ্চিত্রটি দারুণ সাড়া ফেলেন। আর সেই চলচ্চিত্রের কয়েকজন প্রযোজকের একজন কামরুল হাসান খান।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *