বিনোদন ডেস্ক::

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে অভিনয় করেছেন নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত সালওয়া অভিনেত্রী কবরী সারোয়ারের ‘এই তুমি সেই তুমি’তেও অভিনয় করেছেন। এবার তিনি শুরু করেছেন শামীম আহমেদ রনী পরিচালিত ‘বুবুজান’ সিনেমার কাজ। গত শনিবার থেকে সালওয়া সিনেমাটির শুটিং শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। নতুন সিনেমাটির কাজ শুরুর ব্যাপারে সালওয়া বলেন, যে কয়টি সিনেমা এখন অবধি করলাম প্রত্যেকটার গল্পই একটু ভিন্ন ধাঁচের। আমি সৌভাগ্যবান এই কারণে ভালো ভালো স্ক্রিপ্ট পাচ্ছি। এই সিনেমাটির গল্পটিও গতানুগতিক ধারার বাইরে। আমার চরিত্রটিও অন্যরকম। ছাত্রীর চরিত্রে অভিনয় করছি। ভালো আয়োজনে শুটিং শুরু হয়েছে। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে চরিত্রটি ভালোভাবে উপস্থাপনের জন্য। দর্শকদের ভালো কিছুই উপহার দিতে পারবো বলে বিশ্বাস রাখছি। এদিকে সালওয়ার হাতে আরো একটি সিনেমা রয়েছে। নাম ‘প্রিয়া রে’। পরিচালনা করবেন পুজন মজুমদা
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *