সুবর্ণ জয়ন্তীতে ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় সংসদের বর্ণাঢ্য র‌্যালী পালিত

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সিলেট নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৯শে মার্চ) বাদ আসর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর মাজার জিয়ারত করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে বর্ণাঢ্য র‌্যালীটি নগরীর দরগাহ গেইট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি আশরাফ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদের পরিচালনায় র‌্যালী ও সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল আহাদ, মাহমুদুল হাসান কোরেশি, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন সুমন, জামিল বক্স, সহ সাধারণ সম্পাদক, শামিম আহমদ, গোলাম রব্বানী, লায়েক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সালমা খান, সহ মহিলা সম্পাদক পপি, সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, এরশাদ মিয়া প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ