প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক ::
করোনাভাইরাস প্রতিরোধে ভারতের মুম্বাইয়ের কোলাহলপূর্ণ স্থানে সবার জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ তাতে অস্বীকৃতি জানালে রাখা হয়েছে শাস্তির বিধানও।
দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ৪৩ হাজার, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাজিলে সমুদ্র সৈকত ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জার্মানিতে করোনার বিধিনিষেধ তুলে নিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করেছে পুলিশ।
দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটিতে মাত্র তিনদিনেই লাখের বেশি মানুষের করোনা পজিটিভ এসেছে।শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজার ৯৫৩ জন। আর শুক্রবারের সংক্রমণ সংখ্যা ছিল ৩৯ হাজার ৭২৬ জন। মহারাষ্ট্র ও নয়াদিল্লিসহ আটটি রাজ্যে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে কেরালায় কিছুটা কমে আসছে বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech