ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সততার সঙ্গে ব্যবসা করা ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব। ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। এই ভেজিটেবল মার্কেট থেকে সিলেট জুড়ে সবজি সরবরাহ করছে তারা। যার ফলে আমরা স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারছি। তিনি আরো বলেন, মার্কেটের যত সমস্যা রয়েছে তা সমাধানে সিলেট সিটি কর্পোরেশন কাজ করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

তিনি রোববার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের জন্য কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ীরা যাতে করোনার ভাইরাসের মধ্যে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য ঋণ দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে রয়েছে।

ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ছাদ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মো. আলেক মিয়া, সহ সভাপতি কয়ছর আলী, সাধারণ সম্পাদক রাজু আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মো. সাদেক আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. সুহেব, সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়া চেয়ারম্যান, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, আল হারামাইন হাসপাতালের পরিচালক অলিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম আহমেদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শানু, মাওলানা হাবিবুুর রহমান, মকবুল হোসেন মামুন, গোলাম মোস্তফা কামাল, আব্দুল গফফার, আনোয়ারুল হক, ওলিউর রহমান অলি, আবু ছালেহ মো. নাছের।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. খছরু মিয়া, স্বাগত বক্তব্য রাখেন মো. আলেক মিয়া। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার মসজিদে ইমাম ও খতিব আব্দুস ছবুর।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *