ডায়ালসিলেট ডেস্ক ::
সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই রোডে গ্রিনভিলা স্কুল অব মটরিং এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মার্চ) বাদ আসর উদ্বোধন উপলক্ষে গ্রিনভিলা স্কুল অব মটরিং এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়।
দোয়া মাহফিল শেষে সম্মানিত অতিথি হিসেবে কেক কেটে উদ্বোধন করেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনারা বেগম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, চৌধুরী দিলোয়ার হোসেন জিলন, নাজমুল কবির পাবেল, উত্তর কাজীটুলা জামে মসজিদের সেক্রেটারী সাদিক উদ্দিন আহমদ, জাতীয় যুব পদক প্রাপ্ত এ নাসের সুজা, গ্রিনভিলা স্কুল অব মটরিং এর পরিচালক ফরহাদ খান সুমন, যুব সংগঠক আফিকুর রহমান, আফিকুর রহমান আফিক, স্বপন আহমদ, হুমায়ুনর কবির মাসুম, অপু আহমদ, কাজী মো. জাহিদুল ইসলাম সাদি, সাঈদ আহমদ চৌধুরী, মাছুম আহমদ, আব্দুল মনসুর মাসুদ, মোসান্না আহমদ, এবাদুর রশিদ চৌধুরী, তারেক আহমদ, নোমান আহমদ, হৃদয়, আবির প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত করেন উত্তর কাজীটুলা জামে মসজিদের ইমাম।