প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১
বিনোদন ডেস্ক ::
তরুণ সংগীতশিল্পী বিউটি খানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। বিউটির স্বামী মেয়রের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিউটির চিকিৎসার খরচ দিতে সম্মত হন।
কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শিল্পী বিউটি। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি। দুর্ঘটনায় ডান হাত, ডান পা, বাঁ কাঁধ ও মুখে মারাত্মক আঘাত পেয়েছেন তরুণ এই শিল্পী। ডাক্তাররা জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণ ও আঘাতের কারণে বিউটি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন। দুর্বলতা কাটিয়ে ওঠার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার পরবর্তী চিকিৎসা করা হবে।
বিউটির চিকিৎসা খরচ নিয়ে তার পরিবারের পক্ষ থেকে মেয়র জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করেন উপস্থাপক আনজাম মাসুদ। মেয়র এতে ইতিবাচক সাড়া দেন। এ বিষয়ে আনজাম মাসুদ বলেন, ‘বিউটি আমাদের গাজীপুরের মেয়ে। তার স্বামীর সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমার কথা হয়েছে। আমরা বিষয়টি মেয়র মহোদয়ের কাছে উপস্থাপন করলে তিনি তার চিকিৎসার ব্যয়ভার বহন করবেন বলে জানিয়েছেন। সম্প্রতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে আয়োজিত একটি কনসার্টে এ ঘোষণা দিয়েছেন মেয়র। ঘোষণার পর সেই কার্যক্রমও শুরু হয়েছে।
এ প্রসঙ্গে বিউটির স্বামী রাজীব বলেন, ‘মেয়র মহোদয় বিউটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন। আনজাম ভাইয়ের মাধ্যমে বিষয়টির সমন্বয় হচ্ছে। তিনি আমাদের সব সময় খোঁজখবরও রাখছেন। আমরা মেয়র মহোদয়ের প্রতি এ জন্য কৃতজ্ঞ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech