ডায়ালসিলেট ডেস্ক::

হবিগঞ্জের মাধবপুরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন আবদুল আহাদ (৪৫) নামে এক ভ্যান চালক।তিনি মাধবপুর উপজেলার বেংগাডুবা গ্রামের  মৃত ছুরত আলীর ছেলে।

বুধবার (২৪ মার্চ) সকল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা গ্রামীণ ফোনের টাওয়ার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহত আবদুল আহাদ ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছিলেন।ঘটনাস্থলে পৌঁছামাত্র বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (যশোর ট -১১-৩৭৪৮) তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়।দুর্ঘটনার পর পরই মহাসড়কে ব্যারিকেট দেয় স্থানীয় জনতা। এসময় সড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

প্রায় দুই ঘন্টা পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করি।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *