ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়াল

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়াল

আর্ন্তজাতিক ডেস্ক ::

ব্রাজিলে মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বুধবার ৩ লাখ ছাড়িয়েছে। এদিকে মৃতের সংখ্যার দিকে থেকে কেবল যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা এ দেশে সংক্রমণের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড খালি না থাকায় তারা আর কোনো রোগী ভর্তি নিতে পারছে না।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মোট ৩ লাখ ৬৮৫ জন প্রাণ হারিয়েছে। বর্তমানে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার জন্য দায়ী ভাইরাসের স্থানীয় ধরণ মোকাবেলায় দেশটি লড়াই করে যাচ্ছে। স্থানীয় এ ধরণ অতি দ্রুত ছড়ায় বলে ধারণা করা হচ্ছে।

প্রতিদিনের হিসাবে ব্রাজিলে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে প্রাণ হারাচ্ছে। এ বছরের শুরু থেকে তা তিন গুণ বেড়ে গেছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২ হাজার ২৭৩ জনের করোনায় মৃত্যু হয়েছে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ