জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণিল উদযাপন আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা যোগ দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ মার্চের আয়োজনে যোগ দিতে বাংলাদেশে আসছেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, বাংলাদেশের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিতে আসা বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য আগামী ২৬ ও ২৭ মার্চ ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এমনকি কিছু কিছু সময়ের জন্য সেসব সড়কে যান চলাচল বন্ধও থাকবে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।সাময়িক এই অসুবিধার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *