ডায়ালসিলেট ডেস্ক::

যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে সিলেটেও। নতুন স্ট্রেইন শনাক্তের সংবাদ প্রকাশের পর থেকেই সিলেটজুড়ে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে। এই শঙ্কার মধ্যে সিলেটজুড়ে আবারও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৭৫ জন। এর মধ্য দিয়ে সিলেটে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে।

সিলেটে নতুন শনাক্ত ৭৫ জনের মধ্যে ৫৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জলোর ৩ জন, হবিগঞ্জ জেলার ১০ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ৪৫৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৯০ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৮৩ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২৩ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৫ হাজার ৯৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৮৫৩ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৪ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৪৯ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ২ জন এবং মৌলভীবাজার জেলার হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট মিররকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১০ জন।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *