ডায়ালসিলেট ডেস্ক ::
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম সিলেট জেলা ও বিভাগের নেতৃবৃন্দরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম কেন্দ্রীয় সহ সভাপতি মো. রেহান উদ্দিন, সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ মুত্তাকিম আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক রুনু চক্রবর্তী, জেলা সভাপতি মো. কুদরত আলী, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ বিভাগীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।