মোজাম্বিকে জঙ্গি হামলায় নিহত কয়েক ডজন

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

মোজাম্বিকে জঙ্গি হামলায় নিহত কয়েক ডজন

আর্ন্তজাতিক ডেস্ক ::

মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় শহর পালমাতে জঙ্গি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর সারাঙ্গা জানিয়েছেন, জঙ্গিদের অবরুদ্ধ করে রাখা একটি হোটেল থেকে পালানোর চেষ্টাকালে সাতজন নিহত হয়েছেন।

ইসলামপন্থি জঙ্গিরা বুধবার থেকে ওই এলাকায় হামলা শুরু করে। শহরটিতে থাকা দেশি-বিদেশি কয়েকশ লোককে উদ্ধার করা হয়েছে।

আতঙ্কিত মানুষ শহরটি থেকে যে কোনো উপায়ে পালানোর চেষ্টা করছে। এক ঠিকাদার জানিয়েছেন, হোটেল থেকে গাড়িবহরে পালানো অনেকে শুক্রবার রাতে সমুদ্রতীরে লুকিয়ে ছিলেন, শনিবার সকালে নৌকায় করে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারের অপেক্ষায় থাকা অন্যদের জন্য নৌযানগুলো রোববারও যাবে।

উদ্ধার অভিযান সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পালমা থেকে প্রায় এক হাজার ৪০০ মানুষকে নিয়ে একটি নৌকা রোববার স্থানীয় সময় বিকালে বন্দরনগরী পেমবায় পৌঁছেছে। মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রদেশের ৭৫ হাজার বাসিন্দা অধ্যুষিত শহর পালমাতে জঙ্গি হামলায় নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। অনেকে এখনও নিখোঁজ।

নিরাপত্তা প্রতিষ্ঠান ডাইক অ্যাডভাইসরি গ্রুপের স্বত্বাধিকারী কর্নেল লিওনেল ডাইক জানিয়েছেন, শহরটির পাশাপাশি সমুদ্রতীরগুলোতে ‘মাথাসহ এবং মাথাবিহীন’ অসংখ্য লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ