১০০ বছরের জন্য পৃথিবী নিরাপদ

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

১০০ বছরের জন্য পৃথিবী নিরাপদ

আন্তর্জাতিক ডেস্ক ::

যে গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হতে পারে বলে একসময় বড়রকম আশঙ্কা তৈরি হয়েছিল, তা অন্তত আগামী ১০০ বছর ঘটবে না। আর তাই পৃথিবী আপাতত ‘নিরাপদ’ বলে নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ফলে মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে।

অ্যাপোফিস গ্রহাণুটি আবিষ্কার হয়েছিল ২০০৪ সালে। পরে এটিকে পৃথিবীর জন্য সবচেয়ে বিপজ্জনক গ্রহাণু বলে চিহ্ণিত করেছিল নাসা। তাদের পূর্বাভাস ছিল, এই গ্রহাণু ২০২৯ সালে পৃথিবীকে ধাক্কা দেওয়ার মতো খুব কাছাকাছি চলে আসবে। এরপর আবার বলা হয়- এটা ২০৩৬ সালে ঘটতে পারে। পরে দুটি সংঘর্ষের আশঙ্কাই নাকচ করে দেওয়া হয়।

নাসা বলছে অন্তত ১০০ বছরের মধ্যে ‘ঝুঁকিপূর্ণ’ অ্যাপোফিস গ্রহাণুর পৃথিবীকে ধাক্কা মারার আশঙ্কা নেই
এরপর জানা যায়, ২০৬৮ সালে এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কিছুটা ঝুঁকি রয়েছে। কিন্তু এই গ্রহাণুর গতিপথ নতুনভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করে নাসা এখন বলছে, অন্তত ১০০ বছরের জন্য এই ঝুঁকি কেটে গেছে।

এক বিবৃতিতে নাসার বিজ্ঞানী ডেভিড ফার্নোচ্চিয়া বলেছেন, ‘২০৬৮ সালে এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সাথে ধাক্কা লাগার যে আশঙ্কা ছিল, সেই সম্ভাবনা এখন নেই এবং আমাদের হিসাব নিকাশ অনুযায়ী আগামী অন্তত একশ বছরে এই গ্রহাণু তার গতিপথে সেই ঝুঁকির জায়গায় আসবে না।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ