ডায়ালসিলেট ডেস্ক;:করোনার বিস্তার রোধে অর্ধেক নিয়ে চলাচল করবে সবধরনের ট্রেনও। সে জন্য মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে জানিয়ে স্বাস্থ্যবিধি ও করোনার সংক্রমণরোধে অন্যান্য বিধি অনুসরণ করে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে যাত্রীবাহী গণপরিবহনেও অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত হয়েছে। এ কারণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার গতকাল ১৮টি নির্দেশনা জারি করেছে।

এ/৭

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *