ডায়ালসিলেট ডেস্ক::দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ সকালে সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা আলাইপুরের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে পুলিশ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন ও ছাত্রদল সভাপতি কামরুলকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টাকালে নেতাকর্মীরা তাদের ছিনিয়ে নেন। এ সময় নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ফলে পণ্ড হয়ে যায় দলটির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি।
এ/৫