ডায়ালসিলেট ডেস্ক::জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…রাজিউন)।
বুধবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টায় তিনি রাজধানী ঢাকার মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
খবরটি নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।
তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে।জানাজার নামাজ তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মনিরামপুর, যশোরে অনুষ্ঠিত হবে।