বিনোদন ডেস্ক ::
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নন্দিত অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। গতকাল তার করোনা ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডের নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
তিনি বলেন, ‘গাজী রাকায়েত ভাইয়ের করোনার ফলাফল পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন। সবাই রাকায়েত ভাইয়ের জন্য দোয়া করবেন।’
গত বছর ২৫ ডিসেম্বর মুক্তি পায় গাজী রাকায়েত পরিচালিত দেশের প্রথম ইংরেজি ছবি ‘গোর’। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে আছেন মৌসুমী হামিদ।