প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১
ডায়ালসিলেট ::
সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৮৩জনের করোনা শনাক্ত হয়েছে।
এরমধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩জন, সিলেটে ৬১ ও মৌলভীবাজারে আরও ১৯জন করোনা রোগী শনাক্ত হয়। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৬জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৫জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ১৪জন ও হবিগঞ্জের ১জন রয়েছেন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৯৬জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৩০জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪১জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫৭জন। সোমবার (৫ এপ্রিল মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৪৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৯জন, হবিগঞ্জে ২ হাজার ১৬জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech