আন্তর্জাতিক ডেস্ক ::

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে। রোববার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপে বন্যায় এই ভূমিধস দেখা দেয়।

ইস্টার সানডে উদযাপনের কয়েক ঘণ্টা আগে টানা বর্ষণে বন্যা দেখা দেয়। এতে ক্যাথলিক ধর্মালম্বী অধ্যুষিত অঞ্চলটি বন্যা ও ভূমিধস হয়। বাড়ি-ঘরে কাদা ঢুকে গেছে, সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি বলেন, পূর্ব ফ্লোরেস এলাকায় ৫০ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছে। অনেকেই এখনও কাদার নিচে আটকা রয়েছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তারা প্রত্যন্ত ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান এখনও পরিচালনা করতে পারছেন না।

মুখপাত্র জাতি আরও জানান, এই সপ্তাহে চরম প্রতিকূল আবহাওয়া থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *