এ বারের আইপিএল-এ কী কী রেকর্ড করতে পারেন বিরাট কোহলী

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১

এ বারের আইপিএল-এ কী কী রেকর্ড করতে পারেন বিরাট কোহলী

স্পোর্টস ডেস্ক ::

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল না জিততে পারলেও বিরাট কোহলীর ব্যাটে রান এসেছে সব সময়ই। এ বারের প্রতিযোগিতায় ওপেন করবেন বলে জানিয়ে দিয়েছেন আগে থেকেই। অর্থাৎ অনেক বেশি সময় পাবেন ব্যাট করার। আরও বেশি রান আসতে পারে তাঁর ব্যাট থেকে, গড়তে পারেন বেশ কিছু কীর্তি।

আইপিএল-এর এক মরসুমে সব চেয়ে বেশি রানের রেকর্ড তাঁর দখলে। ২০১৬ সালে ১৬ ম্যাচে ৯৭৩ রান করেন তিনি। সে বছরের আইপিএল-এ ৪টি শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। কোন কোন কীর্তি গড়তে পারেন কোহলী?

১. ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১০ হাজার টি-২০ রান থেকে ২৬৯ রান দূরে দাঁডি়য়ে বিরাট কোহলি।

২. ২০২১ আইপিএলে ৮টি ম্যাচ খেললেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন আরসিবি অধিনায়ক।

৩. ১২২ রান করলে কোহলি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

৪. ৬টি ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাতে পারলে আইপিএলে মোট ৫০ বার ৫০ রানের গণ্ডি টকপানোর ইতিহাস গড়বেন বিরাট।

৫. ৪টি ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাতে পারলে আরসিবির হয়ে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে মোট ৫০ বার ৫০ রানের গণ্ডি টকপানোর নজির গড়বেন কোহলি।

0Shares