জাতীয় ডেস্ক ::

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে পুরুষ ৫৩ জন ও নারী ২৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৫১ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ৩জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১জন, সিলেট বিভাগের ১জন ও রংপুর বিভাগের ৪জন।

এ ছাড়া দেশে নতুন করে আরও পাঁচ হাজার ৩৪৩ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ছয় লাখ ৭৮ হাজার ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৮৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ২৭৮ জন ।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪৩টি ল্যাবে ২৬ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৫ হাজার ১৮৫টি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *