প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১
জাতীয় ডেস্ক ::
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ও স্বাভাবিক বলে জানিয়েছেন তার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, এখন পর্যন্ত ম্যাডামের (খালেদা জিয়া) শরীরে করোনার কোনও উপসর্গ নেই। স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। করোনায় আক্রান্ত তার অন্য স্টাফদের অবস্থাও ভালো আছে। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
সোমবার (১২এপ্রিল) দুপুরে সংবাদমাধ্যমে জাহিদ হোসেন এসব কথা বলেন।
এদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সারাদেশের বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আহ্বান করেছে বিএনপি। সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এজন্য আজ সোমবার থেকে সাত দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech