হেফাজতের সহকারী মহাসচিব রাজীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

হেফাজতের সহকারী মহাসচিব রাজীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

ডায়ালসিলেট ডেস্ক::

রাজধানীর শাপলা চত্তরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ডের মেয়াদ ৫ দিন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হারুন অর রশিদ আসামিদের আদালতে হাজির করে। এরপর প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া বাকি দুই আসামি হলেন – মুফতি ফখরুল ইসলাম এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম।

আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামিরা নিজেরাই নিজেদের পক্ষে শুনানি করেন। এরপর আদালত রিমান্ডের আদেশ দেন।

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের ২০১৩ সালের মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ