সিলেটের দক্ষিণ সুরমায় ৫০পিস ইয়াবা সহ আটক ১

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমায় ৫০পিস ইয়াবা সহ আটক ১

ডায়ালসিলেট ডেস্ক ::

গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টা ৪০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর প্রধান কার্যালয়ের সামনে থেকে  মাদক ক্রয়-বিক্রয়কালে তাকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

এসময় দক্ষিণ সুরমা থানার  সহকারী পুলিশ কমিশনার এর নির্দেশনায়  অভিযানে  নেতৃত্বে দেন এসআই মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, এএসআই মো: আমিনুর রহমান, এএসআই সঞ্জয় চন্দ্র দে ।

আটক হওয়া মাদক ব্যবসায়ী  মোঃ আক্তার হোসেন (৩০) চাদুঁপুর জেলার শাহরাস্তি থানার আহমদ নগর এলাকায় মৃত মনসুর আলীর ছেলে। তার কাছ থেকে পুলিশ এসময় ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৩, তারিখ-১৫/০৪/২০২১ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন  দক্ষিণ সুরমা থানা, অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ