সিলেটসহ দেশের ৮ বিভাগীয় অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

সিলেটসহ দেশের ৮ বিভাগীয় অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ডায়ালসিলেট ডেস্ক ::

সারাদেশের মোট ৮টি  বিভাগীয় অঞ্চলে  বজ্রপাত অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও পাঁচ অঞ্চলে তাপ প্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছে।

শনিবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে। দেশের সর্বাধিক তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ