ডায়ালসিলেট ;:

কঠোর লকডাউন অমান্য করে রিকশা নিয়ে বের হন চালকরা। লকডাউনের এ কয়দিন নির্বিঘ্নে রিকশা চালিয়েছেন তারা। কিন্তু চোরের দশ দিন, আর মালিকের একদিন বলে কথা। লকডাউনের ৫ম দিনে এসে রিকশা চালকদেরও শাস্তির মুখোমুখি হতে হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) বেলা ১ টার দিকে পুলিশী অভিযানে সিলেট নগরীতে অন্তত; অর্ধশতাধিক রিকশা জব্দ করা হয়। লকডাউনে মুভমেন্ট পাস ছিল না কোনো রিকশা যাত্রীর। অতিজরুরি প্রয়োজনের প্রমাণ দেখাতে পারেননি। ফলে যাত্রীদের নামিয়ে দিয়ে হেটে বাসায় ফিরতে বলা হয়। আর রিকশা জব্দ করে একটি স্থানে রাখা হয়।

এসময় চালকরা অনুনয় বিনয় করলে লকডাউন অমান্যের শাস্তিস্বরূপ পুলিশ রিকশার বাতাস ছেড়ে চালকদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কেবল নগরীর সিটি পয়েন্ট বিংকা কোর্ট পয়েন্ট নয়, জিন্দাবাজার, সুবহানীঘাট, মেন্দিবাগসহ বিভিন্ন পয়েন্টে পুলিশের তৎপরতা দেখা যায়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, লকডাউনের প্রথম থেকে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে সচেষ্ট রয়েছে পুলিশ। যারা আইন মান্য করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাড়ির ওপর মামলাও দেওয়া হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *