ডায়ালসিলেট:: শিবগঞ্জ সেনপাড়া এলাকা থেকে ৪২০ পিস ইয়াবাসহ ছানা মিয়া (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারগারে পাঠানো হয়। এর আগে সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট মহানগর পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের এসব তথ্য নিশ্চিত করে জানান, ছানা মিয়া বিয়ানীবাজারের বালিঙ্গা গ্রামের মৃত আখদ্দছ আলীর ছেলে।
জব্দকৃত ইয়াবার মুল্য ২ লাখ ১০ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ প্রায় সাড়ে ৩৭ হাজার, ২ ফুটের বেশি দৈর্ঘের একটি ডেগার জব্দ করা হয়।
তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।