আন্তর্জাতিক ডেস্ক ::
মহামারী করোনার ২য় ঢেউয়ের ধাক্কায় বিধ্বস্ত গোটা ভারত । সর্বত্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেশটিতে। এমন পরিস্থিতিতে স্ত্রী-র সৎকার করতে গিয়ে উত্তরপ্রদেশে পাড়ার লোকের হাতেই হেনস্থার শিকার হলেন বৃদ্ধ।
করোনা রোগী না হওয়া সত্ত্বেও এলাকার শ্মশানে ওই মহিলাকে দাহ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তার জেরে সাইকেলে স্ত্রী-র দেহ চাপিয়ে ঘণ্টার পর ঘণ্টা হন্যে হয়ে ঘুরতে হল ওই বৃদ্ধকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ছবিটি ভাইরাল হয়ে যায় ।
মঙ্গলবার উত্তরপ্রদেশের জৌনপুর জেলার অম্বরপুরে এই ঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দা তিলকধারী সিংহের স্ত্রী রাজকুমারী (৫০) দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার আচমকা তাঁর পরিস্থিতির অবনতি হয়। তড়িঘড়ি উমানাথ সিংহ জেলা হাসপাতালে স্ত্রী-কে ভর্তি করেন তিলকধারী। তবে রাজকুমারী করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে তাঁর পরিবার।
হাসপাতালের থেকে তাঁকে কোভিড আক্রান্ত বলে চিহ্নিত করা হয়নি। বরং মৃত্যুর পর অ্যাম্বুল্যান্সে চাপিয়ে রাজকুমারীর দেহ ফেরত পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর তিলকধারী স্ত্রীর শেষকৃত্য করতে উদ্যোগী হতেই বেঁকে বসেন এলাকার মানুষ। রাজকুমারীর করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন, তাই এলাকার শ্মশানে তাঁর দেহ দাহ করা যাবে না বলে বাধা দেওয়া হয়।