ডায়ালসিলেট ডেস্ক ::

নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও পথচারীদের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে। বুধবার (২৮) এপ্রিল দিবাগত রাতে নয়াসড়ক পয়েন্টে অসহায় ও পথচারীদের মাঝে সেহরি তুলে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার আহবায়ক মোঃ ইমাম উদ্দিন রুজেলের সভাপতিত্বে এবং সংস্থার ১ম যুগ্ম আহবায়ক আবি আহমেদ ও সদস্য সচিব জিহাদুর রহমান তাহার যৌথ পরিচালনায় সেহরী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস হচ্ছে একটি পবিত্র মাস। আর এই মাসে যতবেশী পূণ্যের কাজ করা যায়, মহান রাব্বুল আল আমিনের কাছ থেকে ততোবেশী এর সুফল পাওয়া যায়। আজকে অসহায়দের মধ্যে সেহরী বিতরণ এটিও একটি পূণ্যের কাজ।

তিনি বলেন, প্রবাসীরা এই বৈশ্বিক মহামারি করোনার সময়েও তারা কষ্টের মধ্যে দিনযাপন করে দেশের মানুষের কথা ভাবছেন। দেশের মানুষের সহযোগিতার জন্য তাদের হাত সব সময় সম্প্রসারিত হচ্ছে। এভাবে অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবান শ্রেণী সহ প্রবাসীদের প্রতি আহবান আহবান জানান।

নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ও এলাকার বিশিষ্ট মুরব্বি  ইকবালুর রহমান কামাল, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট ক্লাব সমিতির সাধারণ সম্পাদক মিলাদ আহমেদ, সিলেট জেলা ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ব্যবসায়ী বাবর আহমদ, হারুণ মিয়া, টুটুল মিয়া, সাবেক কাউন্সিলর প্রার্থী মইন উদ্দিন রাসেল, ইউনাইটেড বয়েজ ক্লাবের সাবেক সভাপতি নাহিদ আহমদ, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সহ সভাপতি নাজিম উদ্দীন, ক্রীড়াপ্রেমী নওশাদ হোসেন রাঈয়ান, সামাজিক কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য সৈয়দ নায়িম, মিনহাজুর রহমান রাহী, আমির হুসেইন রাহাত, নাজির নাহাল, নাছিম, আরমান গাজী, রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা যুক্তরাজ্য প্রবাসী মনসুর আহমেদ রুবেল সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *