বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানের পরিবারের দেশ ত্যাগ

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানের পরিবারের দেশ ত্যাগ

ডায়ালসিলেট ::

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী, ছেলে, মেয়ে, ছোট ভাইয়ের বউ, স্টাফ ও সহকারীসহ ৮ জন বিমানে ভাড়া করে  দেশ ছেড়েছেন । চার্টার্ড বিমানে করে তারা সকলেই দুবাই চলে গেছেন বলে জানা গেছে।  বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৯টায় দেশ ছাড়েন তারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ডিসি ইমিগ্রেশন বিভাগের সংশ্লিষ্ট সূত্র।

আনভীরের বিরুদ্ধে মামলা হওয়ার তিন দিনের মাথায় তারা দেশ ছেড়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, সায়েম সোবহান আনভীর পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে যাওয়ার আবেদন করে একটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন চাওয়া হয়েছিল। আবেদনে তারা ২৭ এপ্রিল দেশত্যাগের কথা বলেছিলেন। মামলা সংক্রান্ত জটিলতার কারণে অনুমোদনের সিদ্ধান্ত স্থগিত ছিল। তবে আজ (বৃহস্পতিবার) তাদের একটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে ইমিগ্রেশনকে জানিয়ে দেওয়া হয় যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই কেবল তারাই ওই ফ্লাইটে যেতে পারবেন।

একটি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলের দিকে সিঙ্গাপুর থেকে ভাড়া করা তাদের একটি বিমান ঢাকায় আসে। পরে ভিপিসি-১১ ফ্লাইটে রাত ৮টা ৫৬ মিনিটে ঢাকা থেকে চলে যান  প্রাথমিক গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাইয়ে গিয়ে তাদের সবার করোনার টিকা নেয়ার কথা রয়েছে।

উল্লেখ্য গত ২৬ এপ্রিল মামলা হওয়ার পর গত ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। যদিও আনভীর দেশ ছেড়েছেন এমন প্রচার হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, অভিবাসন কর্তৃপক্ষের ডেটা বেজের তথ্য অনুযায়ী সায়েম সোবহান আনভীর দেশেই আছেন। তিনি দুটি পাসপোর্ট ব্যবহার করেন। কোনোটি ব্যবহার করেই দেশত্যাগের কোনো তথ্য নেই। সুত্র- পূর্বকোন

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ