ডায়ালসিলেট ডেস্ক ::
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালেকের দক্ষিণ সুরমার বাড়িতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, একদল সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক এম. এ. মালেকের গ্রামের বাড়িতে হামলা বর্তমান শাসকগোষ্ঠীর জুলুম ও সন্ত্রাসেরই একটি নির্লজ্জ ও কুৎসিত বহি:প্রকাশ।
তিনি বলেন, এম. এ. মালেক সরকারের অন্যায় প্রতিবাদ করায় তার কন্ঠকে স্তদ্ধ করার জন্যই তার বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে। মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করতে এই হামলা সমগ্র জনগোষ্ঠীর জন্য একটি সতর্ক বার্তা দিয়েছে আওয়ামী লীগ। তবে ক্ষমতাসীনদের মনে রাখা উচিত প্রতিটি হামলা-মামলা ও নির্যাতনের জবাব জনগণের কাছে একদিন দিতে হবে।
তিনি অবিলম্বে এম. এ. মালেকের বাড়িতে হামলার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। বিজ্ঞপ্তি