করোনায় আক্রান্ত বিগ বসের রুবিনা

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ২, ২০২১

করোনায় আক্রান্ত বিগ বসের রুবিনা

বিনোদন ডেস্ক::

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুমের বিজয়ী রুবিনা দিলেক।

ইনস্টাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার খবর ভাগ করে রুবিনা জানিয়েছেন, তিনি এখন গৃহে নিভৃতবাসে রয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন, যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছিলেন, তারাও যেন কোভিড পরীক্ষা করান। ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বসের সবশেষ মৌসুমে নিক্কি তামবলি, আলি গনি ও রাখি সায়ন্তকে হারিয়ে রুবিনা ট্রফি ঘরে তোলেন।

0Shares