ডায়ালসিলেট ডেস্ক:: সিলেট নগরীর বহুল আলোচিত তালতলার গ্র্রীণ গার্ডেন হোটেলে অভিযান  চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ।
এসময় ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন কামড়াবন্দ গ্রামের বিল্লাল মিয়ার ছেলে জাকির মিয়া (২১) ও একই থানাধীন চন্দ্রপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে নুরুল হক (২১)। গ্রেফতারকৃতরা তালতলাস্থ নিউ গ্রীন গার্ডেন আবাসিক হোটেলের ১০৩ নং কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধারও করে পুলিশ।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সাজেদুল করিম  থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
মঙ্গলবার (০৪ মে) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে সোমবার (৩ মে) গোপন তথ্যের ভিত্তিতে আবাসিক হোটেলের ১০৩ নং কক্ষে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। গোপন তথ্যে পুলিশ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *