ডায়ালসিলেট ডেস্ক::

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত একটার দিকে সিলেট নগরের বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। তিনি বলেন, ‘ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে গ্রেপ্তার করেছে।’

রাত ১টা ৫০ মিনিটের দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আবু ফরহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাত দেড়টার পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আপাতত তাকে এখানে রাখা হয়েছে।’ পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে জানালেও কোথায় নিয়ে যাওয়া হবে তা নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘হেফাজত সংশ্লিষ্ট কোনো মামলায় হয়ত গ্রেপ্তার হতে পারেন।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *