ডায়ালসিলেট ডেস্ক;:

সিলেটে ইতোমধ্যে মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৩৬৪ জনে দাঁড়িয়েছে। এ ২ জনই সিলেট জেলার বাসিন্দা। শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪৮ জন রোগী।

নতুন শনাক্তদের মধ্যে ৫৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ১৭ জন হবিগঞ্জ জেলার ১০ বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৭ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৭৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩ হাজার ৫৭২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৪৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৪১৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪৩ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৬৪ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯১ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৮ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৯ হাজার ৮৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ১৪১ জন, সুনামগঞ্জের ২ হাজার ৬৫২ জন, হবিগঞ্জের ১ হাজার ৮৪০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ২০১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২১০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজারের ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া  বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৮ জন। এ সময়ে সিলেট বিভাগে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *