প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মে ৮, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক:
মহামারি করোনাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফিরেছেন প্রায় ১৩ লাখ যাত্রী। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে শনিবার (৮ মে) পর্যন্ত সর্বমোট ১২ লাখ ৯৯ হাজার ১৭৮ জন যাত্রী দেশে ফিরেছেন। বিমানবন্দরে অবতরণের পর স্ক্রিনিং শেষে তাদের কাউকে হোম কোয়ারেন্টাইন আবার কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্যডেস্ক সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে মোট যাত্রীর মধ্যে কতজনকে হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি কর্তব্যরত কর্মকর্তা।
এদিকে গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে মোট ৩২টি ফ্লাইটে চার হাজার ৮৪৮ জন যাত্রী এসেছেন। তাদের মধ্যে ৬৩৭ জনকে প্রাতিষ্ঠানিক ও চার হাজার ২৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বর্তমানে বিদেশফেরত যাত্রীদের মধ্যে যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাচ্ছেন তাদেরকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে কিংবা বিনা খরচে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে। আর হোম কোয়ারেন্টাইনে যারা যাচ্ছেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech