ডায়ালসিলেট ;:

সিলেটে ইতোমধ্যে মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেটে কারও মৃত্যু হয়নি। শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে সবাই সিলেট জেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় সিলেটে ১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের সবাই সিলেট জেলার বাসিন্দা

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার (১৬ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩ হাজার ৮৯৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৬২ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৩২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৭৮ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৭৭ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০২ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৯ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ২০ হাজার ৩৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৪৯৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৬৮৮ জন, হবিগঞ্জের ১ হাজার ৯২৩ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ২৪৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ১৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৫৯ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১১ জন এবং মৌলভীবাজারের ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট  বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১৫ জন। এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *