শাবি’র ল্যাবে আরো ৪৬ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

শাবি’র ল্যাবে আরো ৪৬ জনের করোনা শনাক্ত

ডায়ালসিলেট ডেস্ক;:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ২৭৭টি করোনার নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

সোমবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান প্রভাষক জি এম নুরুন্নবী আজাদ জুয়েল।

তিনি বলেন, আজ আমরা ২৭৭ জনের নমুনা পরীক্ষা করেছি। নমুনা পরীক্ষা করে ৪৬জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট জেলার ২৭ জন,হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১০ ও সুনামগঞ্জের ৩ জন রয়েছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ