ডায়ালসিলেট ::

সিলেটে ইতোমধ্যে মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেট বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তবে শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্তদের ৮২ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ৪ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় সিলেটে ৭৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে ৪২ জন সিলেট জেলার, ২৯ জন হবিগঞ্জ জেলার এবং ৫ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২১ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৮৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪ হাজার ২০৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪০৬ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৮৫ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০৯ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৯ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ২০ হাজার ৬১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৬৫৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জের ১ হাজার ৯৯২ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ২৭৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২০৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩ জন ও হবিগঞ্জের হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া  বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ৭৬ জন। এসময়ে সিলেট বিভাগে মৃত্যুবরণ করেছেন আরও ১ জন।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *