ফিরেছেন ঊর্মিলা

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, মে ২২, ২০২১

ফিরেছেন ঊর্মিলা

বিনোদন ডেস্ক::ঈদের ছুটি শেষে আজ শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ‘একশ’তে ১০০’ ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে অভিনেত্রী ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান। এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। ঊর্মিলা বলেন, ঈদের ছুটি শেষে আজ থেকে আবারো কাজ শুরু করছি। আজ ও আগামীকাল এই ধারাবাহিকটির শুটিং করবো। এরপর অন্য কাজগুলোর জন্য সময় দিবো। তবে বরাবরই সতর্ক থেকে কাজ করবো। এই সময়ে করোনার প্রভাব আমাদের চারপাশে।

গেল এক বছর ধরেই আমি চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে শুটিং করতে। এই ধারাবাহিকটি ছাড়াও অভিনেত্রীর হাতে আরো তিনটি ধারাবাহিক আছে। এগুলো হলো- ‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলুস্থুল’ ও ‘পরাধীন’।  ঈদেও এই অভিনেত্রীর উপস্থিতি ছিল বেশ। বিভিন্ন চ্যানেলে একাধিক নাটকে দেখা গেছে তাকে। এরমধ্যে সহিদ উন নবীর ‘ফেইক বুক’, মাহমুদ হাসান রানার ‘ব্যাচেলর বাবু’ ও ‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’সহ কয়েকটি নাটকের জন্য বেশ সাড়া পান বলে জানান। তিনি বলেন, লকডাউন ও করোনার কারণে এবার বেশকিছু কাজ ছেড়ে দিতে হয়েছে। গল্প ও চরিত্র বুঝে ভালো কিছু কাজ করেছি। ঈদের একক ও ধারাবাহিক দু’টোতেই উপস্থিতি ছিল। ঈদের সময় চেষ্টা করি ভিন্ন আমেজের গল্পে কাজ করতে। টিভি নাটকের বাইরে এই গ্ল্যামারকন্যা ২০১৯ সালের শেষের দিকে ‘ফ্রম বাংলাদেশ’- শিরোনামের একটি ছবিতে কাজ শুরু করেন। কিন্তু করোনা মহামারির কারণে ছবিটির কাজ শেষ হয়নি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই বড় পর্দায় দর্শকরা এ অভিনেত্রীকে দেখতে পাবেন বলে জানান। চলচ্চিত্র প্রসঙ্গে তার ভাষ্য, চলচ্চিত্রে কাজের জন্য আমি প্রস্তুত আছি। তবে একটু গতানুগতিক ধারার বাইরের গল্পের ছবিতে কাজ করতে চাই। এই ধরনের গল্প নিয়ে আমাদের কাজ কম হচ্ছে। তাই নিয়মিত চলচ্চিত্রে কাজের সুযোগ হচ্ছে না।

0Shares