ডায়াল সিলেট ডেস্ক ::

পারভেজ মাহমুদ অপু বলেন, ‘পরিষ্কার করে বলছি, আমরা একসঙ্গে আর থাকতে পারছি না। দুজনের কিছু জায়গায় মিলছে না। মতের অমিল হচ্ছে, এজন্য একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা আলাদা হয়ে যাচ্ছি।’

মাহিয়া মাহি তার পাঁচ বছরের সংসারে ভাঙ্গনের ইঙ্গিত দিয়েছেন এক ফেসবুক স্ট্যাটাসে। বিষয়টি আরও পরিষ্কার করে জানিয়ে দিলেন তার স্বামী পারভেজ মাহমুদ অপু। তিনি বলছেন, আইনিভাবে ছাড়াছাড়ি হয়নি। তবে শিগগির আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

তবে মাহিয়া মাহির সঙ্গে সম্পর্ক এখনো ভালো আছে বলে জানান পারভেজ মাহমুদ অপু। তার কথায়, ‘আমরা আলাদা থাকিনি। একসঙ্গে যাওয়া-আসা, কথা আছে। রোজার সময় আমাকে নিয়ে সে ফেসবুকে ছবিও পোস্ট করেছে। তবে আমরা আলাদা হয়ে যাচ্ছি। পরিবার জানিয়েছে, সংসার যেহেতু আমাদের, সিদ্ধান্তটাও যেন আমরাই নিই। তাই একসঙ্গে থাকা বা না থাকার সিদ্ধান্ত আমার। তাই আল্টিমেট সিদ্ধান্ত মাহির সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে।’ অপু জানান, এখনো তারা স্বামী-স্ত্রী। আইনিভাবে ছাড়াছাড়ি হয়নি। তবে শিগগির আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

সবার প্রতি অনুরোধ জানিয়ে অপু লিখেছেন, ‘আশা করছি, পরিচিত পরিজনেরা শুভাকাঙ্ক্ষীরা আমাদের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করে সাথে থাকবেন। আর একটা অনুরোধ করতে চাই, আদর্শিক পার্থক্য বা নিজের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে গালিগালাজ তথা নেতিবাচক মানসিকতা থেকে নিজেকে মুক্ত রাখুন। মূল্যবোধ, দায়বদ্ধতা, শ্রদ্ধা এবং বিশ্বাস—এখনো কিছু মানুষ এই শব্দগুলোর মানে বুঝেন। তাই সবার প্রতি অনুরোধ, নিজের আপত্তি বা ক্ষোভ যৌক্তিক এবং শোভনীয় ভাষায় তুলে ধরুন।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *