ডায়ার সিলেট ডেস্ক ::
অদ্য বৃহস্পতিবার (২৬মে২০২১) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আবু জাফর বলেন,নোয়াগাঁও এ সাম্প্রদায়িক হামলার জন্য কোনভাবে ঝুৃমন দাস দায়ী নয়।শাল্লার সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ঠেকাতে স্হানীয় প্রশাসন ব্যর্থ হয়েছিল।আবু জাফর বলেন,শুধুমাত্র বিতর্কিত মামুনুল হকের বিরুদ্ধে পোস্টকে কেন্দ্র করে কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত ঝুমন দাস এর ২মাস কারান্তরীনর বিষয়টি দুঃখজনক ও অনভিপ্রেত।
বিবৃতিতে বাসদ সমন্বয়ক আবু জাফর, অবিলম্বে বাক স্বাধীনতা হরনকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং ঝুমন দাস আপন এর মুক্তি দাবি করেন।
বিজ্ঞপ্তি