৪ দফায় ভূমিকম্পে কেপেঁ উঠলো সিলেট, আতঙ্কে মানুষ

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

৪ দফায় ভূমিকম্পে কেপেঁ উঠলো সিলেট, আতঙ্কে মানুষ

নিজস্ব প্রতিরেবদক ::

সিলেটে এবার ৪ দফায় ভূমিকম্পে কেঁপে উঠলো। সকাল থেকে প্রায় ১থেকে দেড় সেকেন্ড এর মত মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৫ মিনিটে ১ম ভূমিকম্প অনুভূত হয়,এর পরপর ১০টা ৫১ মিনিটে ২য় ও ১১ টা ৩০ মিনিটে তৃতীবার এবং ২টা ১মিনিটে চতুর্থবার ভূমিকম্পটি অনুভূত হয়।
তবে ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের মাত্রা কত ছিল কিংবা এর উৎপত্তিস্থল কোথায় সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলতে পারছেন না সিলেট আবহাওয়া অফিস। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।

ঢাকা আবহাওয়া ও ভূমিকম্প অফিসের প্রধান আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, শুধুমাত্র সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

ভূমিকম্পে পরপর ৪ বার ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে দেখা দেয়েছে আতঙ্ক ও অফিসগুলোতে চাকরীরত মানুষদের মধ্যে সৃষ্টি হয়েছে ভয় কখন কি হয়ে যায়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ