রাজধানীর কলাবাগানে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

রাজধানীর কলাবাগানে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক ::

রাজধানীর কলাবাগানের ৩য় তলার একটি বাসা থেকে সাবিরা রহমান নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩১ মে) দুপুরে কলাবাগানের ৫০/১, ফাস্ট লেনের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানান কলাবাগান থানার উপ-পরিদর্শক রব্বানী।

তিনি ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ধারণা করছে, এই চিকিৎসককে হত্যা করা হয়েছে। তার পিঠে ও গলায় জখমের চিহ্ন রয়েছে। এজন্য মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার সাবলেটের বাসিন্দা কানিজ সুবর্ণা, তার এক বন্ধু এবং বাসার দারোয়ান রমজানসহ তিনজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

তবে ময়নাতদন্ত শেষে চিকিৎসক নারীর মৃত্যুর কারণ জানা যাবে।

0Shares