জাতীয় ডেস্ক ::

রাজধানীর কলাবাগানের ৩য় তলার একটি বাসা থেকে সাবিরা রহমান নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩১ মে) দুপুরে কলাবাগানের ৫০/১, ফাস্ট লেনের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানান কলাবাগান থানার উপ-পরিদর্শক রব্বানী।

তিনি ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ধারণা করছে, এই চিকিৎসককে হত্যা করা হয়েছে। তার পিঠে ও গলায় জখমের চিহ্ন রয়েছে। এজন্য মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার সাবলেটের বাসিন্দা কানিজ সুবর্ণা, তার এক বন্ধু এবং বাসার দারোয়ান রমজানসহ তিনজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

তবে ময়নাতদন্ত শেষে চিকিৎসক নারীর মৃত্যুর কারণ জানা যাবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *