ডায়ালসিলেট ডেস্ক::
সুনামগঞ্জের ছাতকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।উস্তার আলী (২৭) নামের ওই যুবক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের রাউতপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।
রোববার সন্ধ্যায় বাড়ীর পাশের একটি গাছের ডালে গলায় ওড়না পেঁছানো ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেন থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া।
পরিবারের লোকজন জানান, নিহত উস্তার আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেশ কিছুদিন ধরে তার চিকিৎসা চলছিলো।
রোববার বিকেলে বাড়ীর লোকজনের অজান্তে গাছের ডালে গলায় ওড়না পেঁছিয়ে সে আত্মহত্যা করে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।